আদিত্যশঙ্কর রায়



এককোষী

এখনো থেমে আছে ঠাণ্ডা সূর্যের দিন
পায়ের নিচে, আড়াআড়ি ও প্রভুভক্ত বিকেলের
তরল বেগুনী নিয়ে আজ
সন্ধ্যা
  নামছে পাহাড়ে - তুমি
পুরনো কুয়াশার পাশে থেমে আছ
যতদূর
  দৃষ্টি  যায় ছায়াহীন অথচ বিগলিত
শব্দকোষ প্রশ্রয় দিয়েছে পুরনো গাছের কীট,
সেসব উন্মুখ হয়ে আছে যেন সাজানো টেবিলে
রাখা গোলাপের একা একা অবকাশ
বুঝি শেষ হয়ে এল কালো জানালার গায়ে-
এসব পাহাড়ে হয়, আর সকল পুরনো রাস্তা
চলে যায় সিকিমের দিকে

4 comments:

  1. কবিতা আছে...। খুব ভালো কবিতা আছে। আমি পেলাম, ঐ সাজানো টেবিলে রাখা গোলাপের একা একা অবকাশ... দুম করে পেলাম। কবিতা দুম করেই, মনে লাগে।

    ReplyDelete
  2. খুব ভালো হয়েছে।

    ReplyDelete