যাপনের কবিতা : মাসুদার রহমান





মেঘ ও মৌচাক

মেঘ ও মৌচাক; এই দুটোর মধ্যে কোন একটি নির্বাচন করা হলে
তুমি মৌচাক আমি মেঘকে নিয়েছি

সর্ষেফুলের বনে তোমার তাবুতোমার সঙ্গী ঝাঁকঝাঁক মৌমাছি
মৌচাকভর্তি কাঠের বাক্সগুলো

অজস্র জলকণা খুঁটে আনা
অদৃশ্য মেঘমাছি নিয়ে
আমার জলের সংসারআমি ভেসে আছি হাওয়ায়


একা

কিছুটা সঙ্গ চেয়েছি। কেউ এসেছিল?

আঙুলের ডগায়চিনি রেখে বসে থাকি
একটি পিঁপড়ে যদি আসে
আঙুলটি সামনে তুলে মুখোমুখি বসে
পিঁপড়ের সঙ্গে খুব গল্প জমাবো


আততায়ী

ছুরি ও আক্রোশ নিয়ে আসছি

যথেষ্ট সাজুগুজু; টিপ ও লিপিস্টিক
এবং নির্জন অপেক্ষা উপভোগ্য হয়ে উঠছে

আসছি...

তোমার অপেক্ষা একজন আততায়ী ডেকেছে



প্রিয়পাখি

প্রিয় পাখিদের সাথে কথা বলতে ইচ্ছে করে বলে
আমাদের গ্রামে উচু শিরিষের ডালে
একটি মোবাইল ফোন রেখে শহরে এসেছি

মাঝে মধ্যে আমার ফোনে কল আসে
কথা বলেন মা ও বাবা

41 comments:

  1. অদ্ভুত মায়াবী স্বরক্ষেপণ। এইজন্যই কবি মাসুদারকে এত ভালোবাসি।

    ReplyDelete
    Replies
    1. এই ভালোবাসা আমার বড় প্রেরণার। অন্তহীন ধন্যবাদ আপনাকে।

      Delete
  2. 'প্রিয় পাখি'টা খুব প্রিয়। একা একা দিনযাপন...

    ReplyDelete
  3. 'প্রিয় পাখি'টা খুব প্রিয়। একা একা দিনযাপন...

    ReplyDelete
  4. স্নিগ্ধতায় ভরে উঠি।

    ReplyDelete
  5. সোনাপাড়ার নির্মল বাতাস ছাড়া এমন পবিত্র উচ্চারণ শোনা যাবে না।

    ReplyDelete
    Replies
    1. অমল'দা, এই ভালোবাসা অনেক প্রেরণার । ধন্যবাদ দাদা ।

      Delete
  6. খুব ভালো লাগল, মাসুদারের কবিতা... আগে বড়-একটা পড়ি নি তাঁকে। আরও পড়বার তাড়না তৈরি হল।

    ReplyDelete
    Replies
    1. আপনার উপস্থিতি অনেক আনন্দের। ধন্যবাদ আপনাকে।

      Delete
  7. নির্মল এবং উপভোগ্য। খুবই ভাল লাগল মাসুদার ভাই।

    ReplyDelete
  8. কবিতার ভেতরের কান্নাটা দারুণ। হৃদয়ে স্পর্শ করে গেল

    ReplyDelete
  9. প্রতিটি কবিতায় পংক্তিগুলি ছবিদের অনায়াসে বহন করেছে । পড়তে দেবার জন্য ধন্যবাদ ।

    ReplyDelete
  10. প্রতিটি কবিতাই খুব ভালো লাগলো মাসুদার । মেঘ ও মৌচাক , একা প্রিয়পাখি সবগুলিই । কিছুটা সঙ্গ চেয়েছি । কেউ এসেছিল?আমিও তো তাই ভাবছি । তাই চাইছি । তোমার কবিতার সাহচর্য । খুব ভালো লাগল ।

    ReplyDelete
  11. খুব মগ্ণ লেখাগুলো। অনেক ভালোবাসা কবি।

    ReplyDelete
  12. একা। আততায়ী ...খুব সুন্দর

    ReplyDelete
  13. বাঃ । মুগ্ধ হলাম কবি

    ReplyDelete
  14. এবং নির্জন অপেক্ষা উপভোগ্য হয়ে উঠছে। অসাধারণ লাগল।

    ReplyDelete
  15. খুব সুন্দর লাগল।

    ReplyDelete
  16. একা আততায়ী...প্রিয় পাখি...নাকি প্রিয় এক কবি...কী নামে যে ডাকি...

    ReplyDelete
  17. প্রিয় পাখি
    সেলফোন হারিয়ে ফেলেছি
    কানে কানে ফিসফিস ভরসা
    গুজব তোমাকেনিয়ে প্রিয়
    তুমি নাকি শহরে এসেছ

    ReplyDelete
  18. আমাদের কথা হোক দূর ও আভাসে

    ReplyDelete
  19. প্রথম ৩টি কবিতা আমার ভালো লেগেছে ।

    ReplyDelete