দুটি কবিতা : কামরুল ইসলাম



মাছতরী

তিনটি গলি পেরিয়ে গেলেই পোনা মাছ
অন্ধকারে পাগলাগারদের জানালা
নেমে যাচ্ছে পুকুরে-

পুকুর তার জলের শরীরে মাছতরী ভাসাতে ভাসাতে
পাড়ের তালগাছের ছায়ায় এঁকে যাচ্ছে ছন্দ-মৃগেল

গোধূলির পাশে মায়ের মুখ, তখনও জলের কোলাহল
বারান্দার জাফরি-কাটা আয়নায়,
গোয়েন্দা গল্পেরা নেমে আসছে দুপুরের ভঙ্গিতে-


রূপের টোটেম


ঝোপের আড়ালে পড়ে আছে রূপের টোটেম
ডালে ডালে ঘাম ঝরে শুকনো পাতার, আর তুমি
ছায়াবিষ পথে ফেলে মেখে নাও বকুলের ঘ্রাণ

দূরে বাতাসের স্মৃতি আমলকির ডালে এসে বসে-

উৎসব ভুলে যারা উঠছে পাহাড়ে
তারা কি জানে কীরকম সাঁতারে দিগন্ত কাঁপে
দিঘির চারপাশে নেমে আসে মৌসুমী ঝড়-

উৎরানো সন্ধ্যায়
রূপের কাহারবায় গাছে গাছে বেজে ওঠে পাখি
জ্বলে ওঠে কিশোরী কোকিলের সঙ্গম জ্বর--


1 comment: