নিশীথ দাস



এ জানালা টু ও জানালা

একটি নিঃসঙ্গ বাসার মতো আছি, উপুড়, হাত-পা ভাঙা, ঝুরঝুরে
হেঁয়ালী বিষ্ঠা জড়িয়ে, খেয়ালে একটি সুঁই লাগিয়ে, মনে থাকবে হাজার, অযুত;
আছে তো! কাকে শূলে চড়িয়ে, মুখ সরিয়ে, চীনা ভাষায় বায়োস্কোপ দেখাচ্ছিলে
মনে হচ্ছিল শিখছি, এই প্রথম বিদেশি জর্জেট ভাষা অবাকসহ,
তখনো দুপায়ের দুষ্টু কানা আমি, লেন্স ছাড়া, পড়তে পারিনি- যা
বাংলা ভাষায় পদ্মার ধারেও মুখস্ত ছিল আবেশে, আঙুল গুলিয়ে,
প্যাসেজে দুটি প্যারাগ্রাফের একটিতে
কলিংবেলের আসবাবপত্র, সরিয়ে রাখি ব্যস্ত ধারে, মেইন রোডের;
জানালাগুলোর ডালপালা ছিঁড়ছি, বাতাস আসছে ননী খেতে গ্যালন গ্যালন, হুড়মুড়িয়ে
কোমরভাঙা হাঁপানি রোগীর অজুহাতের খাটও রাখি না, ইনহেলার সরবরাহ স্বরবর্ণের কষ্ট আমার
এ জানালা টু ও জানালার দূরত্বে অনার্সের মার্কশিট দড়ি বানিয়ে টানাই, বেশ দোলে
আর আমন শেষের ক্লান্তিতে পেস্ট করি নিজেকে, মাঝখানে ঝুলিয়ে, ময়লা শার্ট ভেবে

4 comments:

  1. অসাধারণ বাস্তবের সাথে কল্পনার মিশেল।

    ReplyDelete
  2. হ্যাঁ, ইমেজের খেলা ভালো লাগলো । শব্দগুলো তাদের ঠিকমতোই ফলো করেছে ।

    ReplyDelete