শ্রেয়া লাহিড়ী



ফ্লেভার
                                     

নীরব গলিপথে ভাসমান ঠোঁট
আমার খসে পড়া
  জ্যোৎস্না
জানালার ফ্রেম তখন ফিকে হয়ে যাচ্ছে
তোমার নিঃসঙ্গ বাতিঘর -
তবুও যেন....
বিষণ্ণতা আমার রঙিন ভেজাপথ
মেঘের ফ্লেভার

4 comments:

  1. Bisonnota dhora porche olpo aloy . osadharon

    ReplyDelete
  2. শ্রেয়ার কবিতা আমি আগে পড়িনি সম্ভবত। বেশ একটা মেদুর স্নিগ্ধতা আছে। খুব ভালো লাগল।

    ReplyDelete
  3. 'তবুও যেন'র পরে এলিপসিস্ দিয়ে 'বিষন্নতা...' লাইনটি লিখে কোথাও যেন এলিপসিসের 'ফ্লেভার'কে খুন করা হল৷

    ReplyDelete