স্টিগমা : মনোজ দে



স্টিগমা
...

উর্বরতা এখানে মা জন্ম দ্যায়
গর্ভ বিক্রি হয় বিবাহের অজুহাতে
ফসলপ্রিয় পুরুষ। খিদে খিদে খিদে জ্বলে
 
কমিশন সাজায়  তোমার ব্যাকরণ

হে তৃতীয়বিশ্ব
যৌনতা,  জন্মানোর সমার্থক নয়




স্টিগমা
...

চোখ তো আজন্ম সামরিক,  স্পর্ধা
 
তবু, নীচু হতে হয়
নিষেধের বন্ধু যারা
চোখ বাঁধা সেই আইনের প্রতিভূ,  অথবা
ঠোঁট রুদ্ধ যাদের,  শরীরে
অসম্ভব কারফিউ কারফিউ খেলা

সেইসব গোপন মুহুর্তরা
আরও আরও আরও গোপনীয়তায়
পুরুষের কানে এসে বলে নারীবাদ




স্টিগমা
...

একটা গোপনীয়তা বাঁচিয়ে চলা
কোনো একদিন আত্মসমর্পণের জন্য
 
অদ্ভুত যাপন। খিদে লুকানোর
কান্না আসে না তোমার? বাঁচতে বাঁচতে
 
আমরাও সামিল। সমব্যথী
দেখি, পুরুষপতাকা হাতে
                 মা'র কন্যা সম্প্রদান


5 comments:

  1. স্টিগমা-৩... দুর্ধর্ষতম

    ReplyDelete
  2. নিষেধের যারা বন্ধু ছিল, তাদের এরিয়ে এগিয়ে চল... আমার লেখা গুলো খুব ভালো লেগেছে ভাই...।।

    ReplyDelete
  3. ১ আর ৩... অসম্ভব ভালো লাগলো... জিও কবি... তিন নংটা সত্যিই ধাক্কার মতো..

    ReplyDelete
  4. ১ আর ৩... অসম্ভব ভালো লাগলো... জিও কবি... তিন নংটা সত্যিই ধাক্কার মতো..

    ReplyDelete
  5. স্টিগমা ৩ অসাধারণ লাগল। ১ নংংটাও ভালো।
    তবে কবিতার মধ্যে জোশ আছে। শব্দব্যবহারে প্রাণ আছে। আমার বেশ ভালো লাগল।

    ReplyDelete