নরসুন্দর : সম্পর্ক মণ্ডল



নরসুন্দর

এই অবিচল কাঁধের জোয়াল
                      রাইফেলে সাফ
এই বারুদ মেশানো  কেশরাশি
গুল্মের মতো ছাঁটা

আর বিরল জুলপি টেনে টেনে
ক্ষুরধার মুখের আদল

এ মুখ কবেকার

সত্তরের
নাকি বান্দোয়ানের জঙ্গলে জঙ্গলে তার
অবয়বের ভগ্নাংশ পড়ে আছে

এ সব উত্তর জানে নরসুন্দর

এ সব উত্তরে
বসন্তের ক্ষুর ধরে বসে আছে
নরসুন্দ


(চিত্রঋণ : David Alfaro Siqueiros)

2 comments: