নার্গিস বেগম



মোড়ক
                                     
ধারাপাতের উলুধ্বনি ফিরিয়ে দিই
সংক্রমিত নৈরাশ্য
তকরা স্নায়ুর ক্যাম্পফায়ার....
কর্পোরেট জিভের নগ্ন গাঢ় শোক
তৃতীয় চোখে পেরিয়ে যাচ্ছে হিমঘর.....
তুমি সেরে ওঠো-
নির্ভার স্বাদ থেকে যুবতী হচ্ছে রা
নরম বালুচর জুড়ে খানিকটা আর্দ্র উল্কি....
আনুভূমিক রিসিভকলে খুলে যাচ্ছে বোতাম



আফিম


তোমার আঁচল থেকে উবে যাচ্ছে ঘাস
ঋতুমতী নক্ষত্র ছে
ড়েছে নগদ খোলস
বিশেষ হরদিং গুলো নিঝুম সবুজ
শব্দদানায় গুছিয়ে রাখছে পাঁজর গোলক-
ঝুঁকি নেই আর্দ্র ছায়া...
যতই বাড়ুক দুরত্ব, যতই শূন্য স্পর্শযোগ্যতা
প্রতিবার অযাচিত মরশুমে
নোনতা বিনিয়োগ সাজায় প্লুতস্বর...
জানতে চাও?
ঘুরপাক ভাঙন দূরদূরান্তে এলোমেলো
সন্ধিপথ ব্যক্তিগত রোদ্দুর গুছিয়ে নিয়েছে শেষ দৃশ্য

1 comment:

  1. খুব ভালো লাগো দুটৈই...

    ReplyDelete