দীপ রায়



একটি পেরেনিয়াল ফুটনোট


মৃদু ডাক        পলকহীন চোখ

কাটাকুটিখেলার উদ্ধার কাজ
ক্ষয়ে গেছে গ্রাফাইট, সাদা ছাদ

কৈফিয়ত কার্নিশে ছেয়ে যাওয়া ধোঁয়াটে তরল
উফফ্ ঠিকই শুনেছো গ্রাফাইট, গ্রানাইট নয়

প্রিয় চোখ উপলক্ষ্য মাত্র
      পর্দা চাইছি


উৎসমুখ কই অখণ্ড প্রলেপ ?
তবুও হন্যে হয়ে খোঁজো, নিখুঁত ফ্রেম
হে ফোস্কাপ্রিয়
   
দূরত্ব আসলে পালকভেজা খাদ

এখনো সময়...কিছু ছেড়ে রাখো
এখনো সময় কিছু ছেড়ে হাঁটো...

3 comments:

  1. বস্তু বিনিময়ে ক্ষয়িষ্ণু জীবন

    ReplyDelete
  2. বারে ভাই... বাহ... এখন সময় কিছু ছেড়ে হাঁটো... আবেগ রে ভাই,...।।

    ReplyDelete
  3. প্রিয় চোখ উপলক্ষ্য মাত্র ---আমি তাই ফুটনোটের বদলে পৃষ্ঠাদেহ দেখছি ।

    ReplyDelete