অভিষেক ঘোষ



রোপওয়ে থেকে

কুয়াশা এদিকে এলে, আঙুল থেমে থেমে বৃষ্টি আনে...
ছোট পাখির নীল চোখ ফোটা সূর্যদানা মুখে করে
ঘুম
এই ঘুরতে ঘুরতে কিছু ডানা আওয়াজ করে উঠলে
ঘরবাড়ি জমে থাকে স্তুপের নীচে। কালো উনুন,
থেকে সোনালী মেয়েরা প্রজাপতির কান্নায় গিয়ে বসে
ট্রেনের জানলা দিয়ে হরিণের বন্ধ হাতের তালুতে
বিলীন
রামধনুতে সন্ধ্যা হয়ে আসে...জানলায় কুয়াশা মুছে
তাপ...
খুঁজতে খুঁজতে উত্তাপ হারায় ঘাস, পা ধুয়ে দেয় নোনাজল
হাত ধুয়ে দেয়,
ফিলিং
                                   

9 comments:

  1. ফিলিং... দারুণ।

    ReplyDelete
  2. চিত্রকল্প তোমার সম্পদ ... সম্ভবত যে কোনও সাধারণ পাঠকের কাছেও তাই গ্রহণযোগ্য ... তবে মুশকিল হল পুনরাধুনিকরা আবার ছবি ভাঙতে চেয়েছে ... তাদের পচা গলা একটা ফ্রাগমেন্ট ফন্ট ছোট বড় করে কিংবা আলাইন্মেন্ট চেঞ্জ করে দৃষ্টিবিভ্রম তৈরি করে ... যতই 'হে কর্ণ ' বলে ডাকুক না কেন তাদের হাতে অস্ত্র সীমিত ... তার থেকে অভিষেকের কবিতাই তো আমার পড়তে বেশ লাগলো ... সম্পাদকমশাই এই তো চেয়েছে ভারতীয়রা... কারণ তারা কথকতার উত্তরাধিকার বহন করে :)

    ReplyDelete
  3. খুব ভালো হয়েছে

    ReplyDelete
  4. চিত্রকল্প সুন্দর। শেষের দিকটা খুব ভালো। প্রথম দিক টা মনে হল অনেক বলা, এতো টা না হলেও হ'ত

    ReplyDelete