জীবনজল যৌনজল : বিশ্বরূপ দে সরকার



আমি এই অর্কিড থেকে মাঘ মাংস বিচ্ছিন্ন করে
জেনে নেব শীত
সাহেবগঞ্জের সেই দুঃখই কি মৃত্যুর কারণ
জেনে নেব কাঁচের যে বিধিসম্মত শৃঙ্খলা
ঘন কুয়াশার মধ্যে যে আলোর চলাচল
জেনে নেব সমাজ ও ঠেলে দেওয়া সূত্রগুলি জাতিস্মর কিনা
বিকেলের আলোমাখা রক্ত, কোন ঘন অ্যাক্রেলিক নাকি
এ শুধু তোমার দশ আঙুলের ইতিবৃত্ত

নীল চুড়িদারের ভেতর যে হত্যাকান্ড যে পরিত্রাণ
মুক্তি সে কি খন্ড খন্ড অগ্নিদাহ
আমাকে পদ্মাসনে বসিয়ে তুমি কুশ ও কাঁটায়
শ্রীমতি সুজাতা কোন তমসা বাগানে
পুষ্পে পুষ্পে সুপ্রাচীন নোনা মাটির এই বরেন্দ্র...

ততক্ষণে আমি এই পরিশ্রুত শ্যাওলার ভেতর
বৃত্তীয় সুখ তার বৃন্তের তপস্যা
গন্ধের বিকিরণ টুকরো সম্পর্ক হয়ে ঢুকে আছি
জন্ম নেব, জন্ম নেব বলে
ফুঁ দিয়ে ফোলানো চাঁদের লীলার মধ্যে
বস্ত্রহীন, হিত ও অহিত চূর্ণ
প্রবল শীতেও ফোঁটা ফোঁটা চন্দ্রবিন্দু
কাকাতুয়া পেরিয়ে, নিঃসঙ্গ ঝিঁঝিঁ ও পতঙ্গ জীবন
পিঁপড়ের খাবার টপকে ঢুকে পড়েছি
আর গর্ভকেশর বেয়ে গড়িয়ে নামছি
আমলকী ভেঙে বেরিয়ে আসছে মহল
কুসুম ও লালায় মেধা জড়িয়ে যাচ্ছে
আমি তাদের নাম জানি না, জিভের লাল জানি না
স্পর্শের পালং জানি না
বেদনার জলবায়ু থেকে সেই সবিতা, রক্তের বিনুনী
এই শুরু, এই স্নান, এই তবে ঋদ্ধ পদ্মাসন
শুধু জানি সকলের জন্য নয়...


(চিত্রঋণ : Aaron Wallis : Orgasm on the Road to Moscow)

11 comments:

  1. Beautiful lines.. Kudos to the poet

    ReplyDelete
  2. " অামলক‌ী ভ‌েঙে ব‌‌েরি‌য়ে‌ অাসছ‌ে মহল " অসাধারণ প্রকাশ,ভালো লাগল

    ReplyDelete
  3. একটা প্রচুর গতি শুরু থেকে শেষ অবধি... বেশ।

    ReplyDelete
  4. সম্পাদ্ক আর সাংগঠনিক বিশ্বরূপের আড়ালে রয়েছে বিশিষ্ট এইসব কবিতাগুলি।

    ReplyDelete
  5. পড়লাম... "শুধু জানি সকলের জন্য নয়...", তবু আবার পড়ব কখনো।

    ReplyDelete
  6. সুন্দর জোরাল ভাবনার প্রকাশে সাবলীল একটি কবিতা--

    ReplyDelete
  7. প্রথম লাইনেই বোমা... দারুণ

    ReplyDelete
  8. চমৎকার । আরো যেন পড়ি ।

    ReplyDelete