জাহেদ মোতালেব



মানুষ

মুখ দেখি কত কত চেনা অচেনা,
তবুও সকাল
ঝুপ ঝুপ বৃষ্টির মতো মানুষ
সব ভুলে যায়;
একটি ঘাসফড়িং চোখ মেলে
সেই কথা জেনে
দেয় ডানা দুটি।
আমি ডানার মানুষ
নানার গল্পের মতো ড়ি
রোদ ছুঁই দুপুরের
দুপুর আমার প্রেমের মতো চোখ মেলে।

2 comments:

  1. সবথেকে কঠিন কবিতা লেখা, মানুষ নিয়ে.


    সেটা খুব নিঁখুতভাবে পেলাম

    ReplyDelete