বিশ্বজিৎ দাস



একটি লিকলিকে কবিতা

ওই দ্যাখো, দেখতে পাচ্ছো?
তোমার শিরদাঁড়ায় ঢুকে পড়েছে হলুদ জলবায়ু
আমার ছবিতে তোমাকে কত কাছ থেকে
দেখা যাচ্ছে, একটু ভাবো; ব্যস্!
তুমি তো অলিগলিতে ঘুরছো, কাকেরাও...
ছায়া থেকে মায়ার ইনডিভিজুয়াল লক্ষণও নেই
এখন চোখ রাখো আমার তুলিতে
নাভি পর্যন্ত নেমেছ
শোনো নার্ভের চুপ কাতরতা...

1 comment: